সজনি কি কহব কৌতুক ওর।
অলখিতে হাত হাত মোর সরবস
মানরতন গেও চোর।।ধ্রু।।
অবনত বয়নে যবহুঁ হাম বৈঠলুঁ
বিগলিত কুন্তলভার।
উর অম্বর করি সূত চরণে ধরি
গাঁথিয়ে মোতিম-হার।।
লহু লহু পদ করি নূপুর পরিহরি
কৈছে আওল সেই ঢীট।
পীর শপথি দেই সখিগণে নিষেধই
লূকি রহল মঝু পীঠ।।
মৃগমদ চন্দনে মন চঞ্চল ভেল
হেরইতে বঙ্কিম গীম।
চিবুক চিকুর ধরি মুখ সমুখে করি
চুম্বয়ে বয়নক সীম।।
ঘন ঘন চুম্বন দৃঢ় পরিরম্ভণ
কয়লহি হিয়ে হিয়ে লাগি।
কবিশেখর কহ মদন শূতি রহু
চমকি উঠয়ে জনু জাগি।।