সজনি কাহে মিনতি করু মোহে।
হম নাহি জানিয়ে প্রেম কি নেহে।।
কৈছন কানু নয়নে নহি হেরি।
শুনইতে অন্তর কাঁপয়ে মোরি।।
দুরতর পন্থ কৈছে হম যাব।
হম গোঙারি নহি জানিয়ে ভাব।।
সহচরি কহতহি সুন্দরি নারি।
তুয়া লাগি আকুল রসিক মুরারি।।
কোকিল-কলরব শুন যব কানে।
চমকি উঠত বহু হরল গেয়ানে।।
এতহ শুনল যব সহচরি-বোল।
হরি-অভিসার চলু রঙ্গিণি ভোর।।
গোবিন্দদাস কহয়ে রস-সার।
সহচরি কুঞ্জে কয়ল অভিসার।।