সজনি কানুকে কহবি বুঝায়।
রোপিয়া প্রেমবীজ অঙ্কুরে মোড়লি
বাঢ়ব কোন উপায় ।।
তৈলবিন্দু যৈছে পানি পসারল
তৈছন তুয়া অনুরাগে।
সিকতা জল যৈছে ঋনহি শুখায়ল
ঐছন তোহারি সোহাগে।।
কুলকামিনি ছিলুঁ কুলটা ভৈগেলুঁ
তাকর বচন লোভাই।
আপন করে হাম মুড় মুড়ায়লুঁ
কানুক প্রেম বাঢ়াই।।
চোরমণি জনু মনে মনে রোয়ই
অম্বরে বদন ছাপাই।
দীপক লোভে শলভ জনু ধায়ল
সো ফল ভুজইতে চাই।।
ভণয়ে বিদ্যাপতি ইহ কলিযুগরিতি
চিন্তা না কর সোই।
আপন করমদোষ আপহি ভুঞ্জই
যোজন পরবশ হোই।।