সজনি ও কথা কহিল নয়।
শ্যাম সুনাগর গুণের সাগর
পড়িলুঁ কোরে ঘুমায়।।ধ্রু।।
কত পরকারে চেতন করায়
চেতন না ভেল মোর।
অভিমান করি পাশ মোড়ি ফেরি
দুখেতে চলল ভোর।।
উঠিলুঁ জাগিয়া দেখি নাহি পিয়া
হৃদয়ে বাজিল শেল।
আহা মরি মরি মদনবাণেতে
জর জর ভৈ গেল।।
সে সব সোঙরি চিত বেয়াকুল
কেমনে আছয়ে পিয়া।
জ্ঞানদাস কহে এ কথা শুনিতে
বিদরয়ে মোর হিয়া।।