সজনি এতদিনে ভাঙ্গল ধন্দ।
তুয়া অনুরাগ তরঙ্গিণী রঙ্গিণী
কোন করব অব বন্ধ।।
ধৈরজ লাজ কূলতরু ভাঙ্গই
লঙ্ঘই গুরু গিরি রোধে।
মাধব কেলি সুধারস সাগরে
লাগত বিগত বিরোধে।।
করু অভিসার হার মণিভূষণ
নীলবসন ধরু অঙ্গে।
এ সুখযামিনী বিলসহ কামিনী
দামিনী জনু ঘন সঙ্গে।।
তুয়া পথ চাই রাই রাই বলি
গদগদ বিকল পরাণ।
ক্ষণ এক কোটি কোটি যুগ মানত
হরিবল্লভ পরমাণ।।