সজনি আজু নিজ মন্দির মাঝ।
শুতি স্বপনে হরি উরপর পেখলুঁ
শ্যাম সুনায়র-রাজ।।
পর-পরিহাস হাস-অবলোকনে
ঘন পরিরম্ভণ দিল।
হাম অভাগিণী জাগি মুখ হেরইতে
পুন দরশন নাহি ভেল।।
উঠি চমকিত তহিঁ চৌদিশে হেরলুঁ
পড়লহু মনমথ-ফান্দে।
কনক কলস দউ কুচ-যুগ হেরলুঁ
না হেরলু সো মুখ-চান্দে।।
এতহু লাজ-কাজ অব বৈভব
আন ঘরে কভু পাছে হোই।
মদন-দহন-শরে অন্তর দগধই
জীবইতে না জীবই কোই।।
গোবিন্দদাস কহ মৌনে ধনি অব রহ
আনে কিছু না করিহ ভান।
আজ আনন্দ-ভরে তুয়া নিজ মন্দিরে
স্বরূপে মিলব কান।।