সঙ্কেত পাইঞা তুমি আইলে আপনি।
কহিব সকল কথা জাগিব রজনী।।
আপনি কহিব আমি আপন বসত।
গৃহ মাঝে লোক লাজে গোঁয়াইব কত।।
নিশি দিশি মনে মোর উঠে যত খানি।
না দেখিলে যত হএ বুঝহ আপনি।।
কুহু নিশি সময়ে পাইলাম তোমার লাগ।
প্রকাশিব মনে মোর যত অনুরাগ।।
বিরলে পাইলুঁ তোমা ছাড়িব কেমনে।
লুকাঞা রাখিব তোমা যৌবনের বনে।।
কেবল পিরিতিময় রসের মুরতি।
এক নিবেদন নাথ ধরিবে আরতি।।
কুচন্দন মাঝে সুরুজ গজমোতি।
আজুকার মানে উদয় না করিব রাতি।।
একে অবলা নারি তাহে পারধিনী।
তিলেক মরিএ তোমার বিচ্ছেদ কথা শুনি।।
মরিলে সন্ধান নাহিঁ নাহিঁ সমাধান।
জ্ঞানদাসের বাণী পাষাণে নিশান।।