সখী সাথে চলে পথে রাই বিনোদিনী।
বিষাদে বিকল হিয়া কহয়ে কাহিনী।।
এ নারী জনমে হাম কৈলুঁ কত পাপ।
সেই ফলে সদাই পাইয়ে মনতাপ।।
ননদিনী কুবাদিনী প্রতি বোলে ভাজে।
শাশুড়ী সঘনে মোরে আঁখি ঠারে তাজে।।
সোয়ামি সোহাগে কভু না ডাকিল মোরে।
নিশ্বাস ছাড়িতে নারি দেওরের ডরে।।
পোড়া সে পাড়ার লোক দেখিয়া ডরাই।
আপনা বলিয়া বলে হেন কেহু নাই।।
পরাধিনী হৈয়া প্রেম কৈলুঁ পর সনে।
জানিয়া শুনিয়া ঝাঁপ দিয়াছি আগুনে।।
এ কবিশেখর কয় না করিহ ডর।
গোপনে ভূঞ্জিবে সুখ না জানিবে পর।।