সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি।
হেনকালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি।।
রাধা রাধা রব করি বাজিল বাঁশরি।।
শুনিতে পাইল ধ্বনি রাধিকা সুন্দরী।।
তোর লাজ নাই রে বাঁশী কর অহঙ্কার ।
সর্প হয়ে দংশাইলে শ্রবণে আমার।।
তোরে নিষেধ করি বাঁশী তোরে নিষেধ করি
সহনে না যায় আর শ্রবণে মূরলী।।
এত বলি সুন্দরী করয়ে রোদন।
গোবিন্দদাসেতে কয় স্থির কর মন।।