সখীর বচন শুনিতে নাগর
বিস্মিত হইলা বড়ি।
যেমন দারুণ শেল পশি হৃদে
তেমনি নিশ্বাস ছাড়ি।।
ব্যাকুল বিরহ বচন স্বরূপ
চকিতনয়নে চায়।
ব্যথাটি পাইয়া সে নব নাগর
করুণ-নয়নে চায়।।
সখী মুখ পানে চাহি কহে বাণী
রসিয়া নাগর কান।
পুন পুন কহ রাধার সংবাদ
শুনিতে শুনিয়ে আন।।
সখী পুন কহে আঁখি ভরি লোহে
মোহেতে আকুল হয়ে।
সে নব কিশোরী তোমার বিরহে
আছেন মূর্চ্ছিত হয়ে।।
তোমার সঙ্কেত মাধবী দেখিয়া
সেখানে নিদান রাই।
সম্বিত না হয়ে মুদিত নয়ানে
দেখিয়া আইনু তাই।।
মুখে বারি ঢারি গাগরি গাগরি
নাহিক চেতন রাধা।
দেখিয়ে বিষম বুঝিয়ে মরম
যে কর মনেতে সাধা।।
তুরিত গমন করহ এখন
যদি বা দেখিবা এস।
চণ্ডীদাস পুন আইলা তুরিতে
শ্যাম সুনাগর পাশ।।