সখীর বচন শুনল সুন্দরী
রাজার নন্দিনী ধনী।
মিলল নয়ান মুছল রয়ান
কহে আধ আধ বাণী।।
“সবার বচন যেন লাগে আসি
গরল সমান মানি।
সেই সুনাগর বিনে নাহি আর
কিছুই নাহিক জানি।।”
মুখে দিয়া জল রাই উঠায়ল
গৃহমাঝে নিল থুয়া
সুচারু পালঙ্কে রাই শুতায়ল
দুই চারি সখী লয়া।।
বসনের বায়ে রাই অঙ্গ তুষে
কহেন মধুর বাণী।
“তুরিতে মিলব সে নব নাগর
আমি সে ভালই জানি।।
কোন পরবাদ বিষম বিবাদ
সে শ্যাম কতেক দূর।
একজন গিয়া আনিব ডাকিয়া”–
চণ্ডীদাস মন পূর।।