সখীজনে পূছত বারহিঁ বার।
কোন চোরাওল মুরলী হামার।।
মধুর মধুর কহে বিনোদিনী রাই।
কাঁহা পুন ছোড়লি কাঁহা পুন চাই।
সরবস ধন তুয়া কোন চোরায়।।
কাতর নয়নে নেহারএ কাহ্ন।
সখীগণ মোহে মুরলি দেহ দান।।
কর সঞে মুরলী কুঞ্জ গৃহ মাঝ।
গোবিন্দদাস পহুঁ যুবতিসমাঝ।।
সখীজনে পূছত বারহিঁ বার।
কোন চোরাওল মুরলী হামার।।
মধুর মধুর কহে বিনোদিনী রাই।
কাঁহা পুন ছোড়লি কাঁহা পুন চাই।
সরবস ধন তুয়া কোন চোরায়।।
কাতর নয়নে নেহারএ কাহ্ন।
সখীগণ মোহে মুরলি দেহ দান।।
কর সঞে মুরলী কুঞ্জ গৃহ মাঝ।
গোবিন্দদাস পহুঁ যুবতিসমাঝ।।