সখীগণ মেলি করল পয়ান।
কৌতুকে কেলি কুণ্ড-অবগান।।
জলমাহা পৈঠল সখীগণ মেলি।
দুহুজন সমর কয়ল জলকেলি।।
বিথরল কুন্তল জর জর অঙ্গ।
গহন সমরে দিল নাগর ভঙ্গ।।
সখীগণ বেঢ়ল নাগরচন্দ।
গোবিন্দদাস হেরি রহু ধন্দ।।
সখীগণ মেলি করল পয়ান।
কৌতুকে কেলি কুণ্ড-অবগান।।
জলমাহা পৈঠল সখীগণ মেলি।
দুহুজন সমর কয়ল জলকেলি।।
বিথরল কুন্তল জর জর অঙ্গ।
গহন সমরে দিল নাগর ভঙ্গ।।
সখীগণ বেঢ়ল নাগরচন্দ।
গোবিন্দদাস হেরি রহু ধন্দ।।