সখীগণ মেলি করতহি গান।
কানু গায়ত ধনি ধরতহিঁ তান।।
কত কত যন্ত্র সুমেলি করি।
বাওত কোই সখী তাল ধরি।।
কত কত রাগিণী করত সঞ্চার।
রাগ আলাপয়ে কত পরকার।।
কালিন্দীতীরে করত বিহার।
হেরইতে মাধব প্রেম বিথার।।
সখীগণ মেলি করতহি গান।
কানু গায়ত ধনি ধরতহিঁ তান।।
কত কত যন্ত্র সুমেলি করি।
বাওত কোই সখী তাল ধরি।।
কত কত রাগিণী করত সঞ্চার।
রাগ আলাপয়ে কত পরকার।।
কালিন্দীতীরে করত বিহার।
হেরইতে মাধব প্রেম বিথার।।