সখীগণ নিজগৃহে কয়ল সিনান।
বেশ ভূষণ সব করি নিরমাণ।।
গৃহে নিজকাজ সমাপন কেল।
রাইক মন্দিরে তুরিতহিঁ গেল।।
হেরল শশিমুখী শয়নক মাঝ।
তুরিতহি লেয়ল শয়নক সাজ।।
আনহি মন্দিরে আনলি রাই।
মুখশোধনি লেই যোগাই।।
রতন পীঠ পর বৈঠল যাই।
হাসি হাসি মুখখানি পাখালয়ে তাই।।
মাজল দশন সুরঙ্গিমকাঁতি।
উজোরল কুন্দসুকোরকপাঁতি।।
শোধল রসনাশোধনি করি হাত।
উজলিত জনু থলকমলক পাত।।
শিতল সুগন্ধিত জল করে নেল।
গণ্ডূষে পুন পুন শোধন কেল।।
মুখানি মুছিয়া পুন তেজলি বাস।
সখি সঞে বৈঠল আনন্দনিবাস।।
কত কত কৌতুক হাস পরিহাস।
মাধব আনন্দসাগরে ভাস।।