সখীগণ আগমন দেখিয়া হরিষ মন
উঠিয়া বসিলা শেজমাঝে।
নয়ন কচালি করে মুখানি পাখালে নীরে
রজনী সমান করে সাজে।।
গুনবতি জানতি সকল উদ্দেশ।
মদনমোহন মন মোহন কারণ
ধরতহিঁ নিরূপম বেশ।।ধ্রু।।
কুঞ্চিত কেশের বেণী কালজাদে সাজনি
মৃগমদ লেপলি অঙ্গে।
নীলরতনে ধনী মণ্ডিত ভেল তনি
নীলবসন পরু রঙ্গে।।
নীলকমল হাতে চড়লি মনোয়থে
সারথি সাহস রাজে।
মনমথ বাজী সাজি তাহে জোড়ল
তোড়ল কুলভয় লাজে।।
যুবতিঘটা লই বৈঠল রসবতি
ক্ষণে ক্ষণে চীতে উচাটে।
তব কবিশেখর হোয়ালহি বাহির
হেরইতে নাগর বাট।।