সখি হে হেনদিন হইবে হামারি।
মন্দিরে আয়ব রসিক মুরারি।।
চাঁচর চিকুরে মোছায়ব পায়।
চামর ধরি হাম করব বায়।।
তবে সে হামার দুখ হবে অবসান।
তোমারে কহিনু সখি আপন নিদান।।
হামারি মন্দিরে যব আয়ব কান।
আঁখি ভরি পেখব সো চাঁদবয়ান।।
চিরদিনে মনরথ পূরব মোর।
করে ধরি বৈঠায়ব আপন কোর।।
সো কি কহব আনন্দ ওর ।
পহিলহি পুছব কুশল মোর।।
গোবিন্দদাস কহে বিনোদিনী রাই
তুয়া অনুভাবকী বলিহারি যাই।।