সখি হে সে সব কহিতে লাজ।
জে করে রসিক-রাজ।।
আঙ্গিনা আওল সেহ।
হল চললুঁ গেহ।।
হম চললুঁ গেহ।।
ও ধরু আঁচর ওর।
ফুয়ল কবরি মোর।।
ঢীঠ নাগর চোর।
পাওল হেম-কটোর।।
ধরিতে ধয়ল তায়।
তোড়ল নখেরে ঘায়।।
চকোর চপল চাঁদ ।
পড়ল প্রেমের ফাঁদ ।।
কবি বিদ্যাপতি ভান।
পূরল দুহুঁক কাম।।