সখি হে বুঝল কাহ্ন গোআর।
পিতরক টাঁড় কাজ দহু কওন লহ
উপর চকমক সার।।
হম তো কএল মন গেলহি হোএত ভল
হম ছলি সুপুরুখ ভানে।
তোহর বচন সখি কএল আঁখি দেখি
অমিঅ-ভরম বিস পানে।।
পসুক সঙ্গ হুন জনম গমাওল
সে কি বুঝথি রতিরঙ্গ।
মধু-জামিনি মোর আজু বিফল গেলি
গোপ গমারক সঙ্গ।।
তোহর বচন কূপ ধস জোরল
তৈঁ হমে গেলিহু অবাটে।
চন্দন ভরম সিমর আলিঙ্গল
সালি রহল হিয় কাট।।
ভনই বিদ্যাপতি হরি বহুবল্লভ
কএল বহুত অপমান।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
লখিমাপতি রস জান।।