সখি হে বালঁভ জিতব বিদেসে।
হম কুলকামিনি কহইত অনুচিত
তোহঞু দে-হুহ্নি উপদেসে।।
ই ন বিদেসক বেলি।
দুরজন হমর দুখ ন অনুমাপব
তে তোঁহে পিয়া গেল এলি।।
কিছুদিন করথু নিবাসে।
হমে পূজল জে সে-হে পএ ভুঞ্জব
রাখথু পর-উপহাসে।।
হোয়তাহে কিএ বধভাগী।
জহি খন হুহ্নি মনে মাধব চিন্তব
হমহু মরব ধসি আগী।।
বিদ্যাপতি কবি ভানে
রাজা সিবসিংঘ রূপনারাএন
লখিমা দেই রমানে।।