সখি হে কে নহি জানত হৃদয়ক বেদন
হরি পরদেস রহই ।
বিরহ-দসা দুখ কাহি কহব
জে তসু কহিনি কহই।।
ধারা সঘন বরস ধরনীতল
বিজুরি দসদিস বিন্ধই।
ফিরি ফিরি উতরোল ডাক ডাহুকিনি
বিরহিনি কৈসে জিবই।।
জৌবন ভেল বন বিরহ হুতাসন
মনমথ ভেল অধিকারি।
বিদ্যাপতি কহ কতহু সে দুখ সহ
বারিস নিসি আঁধিয়ারি।।