সখি হে কি কহব নাহিক ওর
স্বপন কি পরতেক কহই না পারিয়ে
কিয়ে অতি নিকট কি দূর।।
তড়িত লতাতলে তিমির সম্ভায়ল
আঁতরে সুরধুনি-ধারা।
তরল তিমিরশশি সূর গরাসল
চৌদিগে খসি পড়ূ তারা।।
অম্বর খসল ধরাধর উলটল
ধরণি ডগমগ ডোলে।
খরতর বেগ সমীরণ সঞ্চরু
চঞ্চরিগণ করু রোলে।।
প্রলয় পয়োধিজলে জনু ঝাপল
ইহ নহ যুগ অবসানে।
কো বিপরীত কথা পতিয়ায়ব
কবি বিদ্যাপতি ভাণে।।