সখি হে কথিত সময় বহি গেল
সো মধু-মথন অবহু নাহি মীলল
যামিনি অবশেষ ভেল।।ধ্রু।।
সব সহচরি মেলি সঙ্কেত কাননে
বিফলে বিছায়লু শেজ।
ইহ রূপ যৌবন ভেল বিফল সব
কাহে আওলু গৃহ তেজ।।
না জানিয়ে করম- নিবন্ধে কি আছয়ে
হম অবলা কুল-নারি।
নিশি চলি যায়ত রস লালস লোল
নিজ-চিত বুঝই না পারি।
কো ধনি পুণ্য পুঞ্জ-ফলে পাওলি
পুরুষ-রতন-মণি-সঙ্গ।
চন্দ্রশেখর কহ সো বিহি নিকরুণ
যোই করল রস-ভঙ্গ।।