সখি হামারি দুখের নাহি ওর।
এ ভয় বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।।
ঝম্পি ঘন গরজন্তি সন্ততি
ভুবন ভরি বরিখন্তিয়া।
কান্ত পাহুন কাম দারুণ
সঘনে খর শর হন্তিয়া।।
কুলিশ কতশত পাত মোদিত
মৌর নাচত মাতিয়া।
মত্ত দাদুরি ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া।।
তিমির দিগ্ ভরি ঘোর যামিনী
ন থির বিজুরিক পাঁতিয়া।
ভনয়ে শেখর কৈছে নিরবহ
হরি বিনু ইহ রাতিয়া।।