সখি সঙ্গে করি বেশের মন্দিরে
বসিলা আনন্দ চিতে।
তেজি নিল পাড়ি পীত ধড়া পরি
চূড়াটী বান্ধিল মাথে।।
কেহ হয় দাম শ্রীদাম সুদাম
সুবলাদি প্রিয় সখা।
চল বৃন্দাবনে নটবর সনে
যাইয়া করিব দেখা।।
ললিতা সুন্দরি জানয়ে চাতুরি
বলাই সাজিবে বড়।
বিশাখারে ভাল সাজিবে সুবল
এই সে উপায় কর।।
কহে ইন্দুরেখি শুন বিধুমুখি
তোমারে সাজাব হরি।
রায় শেখরে সখিগণ মিলে
এই যে উপায় করি।।