সখি রাধা নাম কি কহিলে।
শুনি কান মন জুড়াইলে।।
কত নাম আছয়ে গোকুলে।
হেন হিয়া না করে আকুলে।।
ওই নামে আছে কি মাধুরী।
শ্রবণে রহল সুধা ভরি।।
চিতে নিতি মূরতি বিকাশ।
অমিয়া সায়রে যেন বাস।।
আঁখিতে দেখিতে করে সাধ।
এ যদুনন্দন মন কাঁদ।।
সখি রাধা নাম কি কহিলে।
শুনি কান মন জুড়াইলে।।
কত নাম আছয়ে গোকুলে।
হেন হিয়া না করে আকুলে।।
ওই নামে আছে কি মাধুরী।
শ্রবণে রহল সুধা ভরি।।
চিতে নিতি মূরতি বিকাশ।
অমিয়া সায়রে যেন বাস।।
আঁখিতে দেখিতে করে সাধ।
এ যদুনন্দন মন কাঁদ।।