সখি বড় অপরূপ ভেলি।
রাই যমুনা সিনানে গেলি।।
কানু দরশন ভেল।
কি দুহুঁ ইঙ্গিত কেল।।
বুঝিয়া সে সব রীত।
সভে গেল আন ভীত।।
যব হোত নিরজনে।
পৈঠলি নিকুঞ্জ বনে।।
কি দুহুঁ কয়লি নেহ।
জ্ঞান কি বুঝিহ থেহ।।