সখি নাগর কানাই বিনে আর জীব না রে। ধু
প্রিয়া প্রিয়া করিয়া বালিস দিলুম কোড়ে। উলটি পলটি দেখি প্রিয়া নাই মোর ঘেরে।।
কলসীতে জল নাই যমুনা বহু দূর। চলিতে না পারি আমি চরণে নেপুর।।
ঘরে আছে গুরুজন তার না ডরাই। মনের ভরমে মুই কানুরে হারাই।
কেহ বোলে কালাকালা কেহ বোলে শ্যাম। মুসলমান কলমা পড়ে হিন্দুবোলে রাম।।
সৈয়দ মর্তুজা কহে প্রেম অনুদিন। রাধা-কানু এক প্রাণ শরীর মাত্র ভিন।।