সখি তা সনে করিব লেহা।
জনমে জনমে তার রাঙ্গা পায়
সোঁপিব আপন দেহা।।
তারে হিয়ার উপরে ধরি।
নিরুপম হাসি- মাখা মুখখানি
দেখিব নয়ান ভরি।।
সদা পূরাব মনের আশ।
শ্রবণ ভরিয়া শুনিব সে নব
অমিয়া মধুর ভাষ।।
এত কহি ধৈরজ-হারা।।
নরহরি পানে হেরি নিবারিতে
নারয়ে আঁখির দারা।।