সখি গৌরাঙ্গ গড়িল কে?
সুরধুনীতীরে নদীয়া নগরে
উয়ল রসের দে।।
পিরীতি পরশ অঙ্গের ঠাম
ললিত লাবণ্যকলা।
নদীয়া নাগরী করিতে পাগলী
না জানি কোথা না ছিলা।।
সোনায় বাঁধল মণির পদক
উর ঝলমল করে।
ও চাঁদমুখের মাধুরী হেরিতে
তরুণী হিয়া না ধরে।।
যৌবনতরঙ্গে রূপের বাণ
পড়িয়া অঙ্গ যে ভাসে।
শেখরের পহুঁ বৈভব কো কহুঁ
ভুবন ভরল যশে।।