সখি গণ কহে শুন নাগর কান।
বিরচহ রাইক বেশ বনান।।
সীথি রচন করি দেহ সিন্দুর।
চিবুকহি মৃগমদ রচহ মধুর।।
নয়নহি অঞ্জন যাবক পায়।
পীন পয়োধর চিত্রহ তায়।।
ঐছে বচন তব শুনইতে পাই।
শেখর বেশসাজ লেই ধাই।।