সখি কো কহু প্রেমক রঙ্গ।
রাইক কোরে বৈঠ হরি বোলত
কবে হবে তাকর সঙ্গ।।
আর কিয়ে কনককষিত তনু সৌরভ
দরশ পরশ হব মোয়।
উরপর পাণি হানি ক্ষিতি শূতল
আকুল কণ্ঠ করি রোয়।।
খেণে কহে অধরে নব বল্লরী
আর কিয়ে মিলব মোয়।
তাকর প্রেম মগন মঝু মানস
নয়নে রহল রূপ গোই।।
আর কিয়ে শ্রবণে শুনব বোল
তাকর ও প্রিয় মধুরিম ভাষ।
নয়নহি বয়ন চন্দ কব হেরব
কৌমুদী হাস-বিকাশ।।
রাইক কোরে কানু যব বিলপই
ব্রজ-বনিতাগণ হাস।
না বুঝল কত ধন্দ মোহে লাগল
কহতহি গোবিন্দদাস।।