সখি কোন বিধি নিরমিল বরণ কালিয়া।
ধৈরজ ধরিতে নারি তাহারে দেখিয়া।।
কদম্ব তরুর মূলে ত্রিভঙ্গ ভঙ্গীয়া।
শিখি পূ্চ্ছে বান্ধি চূড়া দিয়াছে টানিয়া।।
চাঁদ জিনি মুখখানি নয়ন নাচনিয়া।
অধরে পূরয়ে বাঁশী অঙ্গুলি লোলাইয়া।।
বনমালা শোভে গলে পড়িছে লম্বিয়া।
ক্ষীণ মাজা পীত বাস ভূমিতে লোটাইয়া।।
চলিতে নূপুর বাজে রুনু ঝুন্‌ ঝুনিয়া।
রব শুনি হরেকৃষ্ণ মন মোহনিয়া।।