সখি কহ তুয়ানন সরস অনুপ।
ইথে লাগি মুকুরে হেরনু নিজ মুখ
এ সখি হেরইতে ভেল ধন্দ।
উদয়ল কানে
মঝু মুখ সো মুখ যবে ভেল সঙ্গ।
হিয়ে কিয়ে বাঢ়ল প্রেম তরঙ্গ।
উপজল কম্প নয়ন ভরু লোর।
পুলকে চমকে চমকে ভেল ভোর।।
করইতে আলিঙ্গন বাহু পসারি।
কর সঞে আরসি খসল হামারি।।
রহউ পরশ রস অদরশ ভেল।
গোবিন্দদাস শুনি মুরছিত ভেল।।