সখিহে তোহে হামারি বহু সেবা।
ঐছন বাণি কবহুঁ জনি বোলবি
জাতিকুল কিয়ে নেবা।।ধ্রু।।
গোকুল নগরে কানু রতি-লম্পট
যৌবন সহজে হামারা।
তুহুঁ সখি রভসে মোরে জনি বোলবি
লোক করব পাতিয়ারা।।
কেশর কুসুম হেরি হাম কৌতুকে
ভুজযুগে মেটল তাই।
দাড়িম ভরমে পয়োধর উপরে
পড়লহুঁ কীর লোভাই।।
উভয় চকিত ভুজে ইতি উতি পেখলুঁ
তে বেশ ভৈগেল আন।
ইথে পরিবাদ কহসি মোরে বৈরিণি
ইহ কবিশেখর গান।।