সখিগণ মেলি কয়ল জয়কার।
শ্যামর অঙ্গে দেয়ল ফুলহার।।
নিজ-মন্দিরে ধনি কয়ল পয়াণ।
বনমাহা গমন করল বরকান।।
সখিগণ সঙ্গে রঙ্গে চলু গোরি।
মণিময়ভূষণ অঙ্গে উজোরি।।
শঙ্খশব্দ ঘন জয়-জয়-কার।
সুন্দরবদনী কবরি কুচভার।।
হেরি মদন কত পরাভব পাব।
গোবিন্দদাস দুহুঁ রস গাব।।