সখিগণ মেলি করত কত রঙ্গ।
কত রস গাওত নয়নক ভঙ্গ।।
কোই কোই নাচত কোই ধরু তাল।
কোই বাজাওত যন্ত্র রসাল।।
নাগর নাগরি দুহুঁ ভেল ভোর।
হরখি হরখি সখিগণ করু কোর।।
বাঢ়ল প্রেম সবহুঁ সখি জানি।
কুসুম-শেজ বিছায়ল আনি।।
নাগরি নাগর বৈঠল তায়।
সখিগণ আন ছলে আন থলে যায়।।
নিতি নিতি ঐছন রস পরকাশ।
চরণ সেবন করু গোবিন্দদাস।।