সখিগণ-বচন না শূনল মানিনি
রোখে চলত নিজবাস।
সো বরনাগর কাতর অন্তর
ছোড়ল তছু আশায়াশ।।
হরি হরি সবহুঁ আন-মত ভেল।
মনমথ-অমিয়া সিনায়ব সহচরি
কষায় দহনে দহি গেল।।
কাতরে কুঞ্জ তেজি সব কলাবতি
মন্দিরে করল পয়ান।
পন্থ বিপথ কিছু লখই না পারয়ে
মানিনি মলিন বয়ান।।
তাপিনি তপত তৈলে জনু জারিত
বৈঠল মন্দিরে যাই।
জাগিয়া রজনি পোহায়ল সহচরি
গোবিন্দদাস অবগাই।।