সখিগণ বচনে বনায়ল বেশ।
বিরচিল কবরি আঁচড়ি নিজ কেশ।।
ভালহি দেয়ল সিন্দূর বিন্দু।
চন্দন রেখ শোভয়ে আধ ইন্দু।।
কত কত আভরণ সজায়ল অঙ্গে।
হেরইতে মুরছয়ে কতহুঁ অনঙ্গে।।
নীলবসনে তনু ঝাঁপলি গোরি।
চললি নিকুঞ্জে শ্যামরসে ভোরি।।
মদনমোহন মনমোহিনি নারি।
জ্ঞানদাস কহে যাঙ বলিহারি।।