সখিগণে লয়ে সঙ্গে, রাধিকা চলিলা রঙ্গে, যায় রাধা যমুনার ঘাটে।
কদম্বের তলে বসি, কানাই রাজায় বাঁশী, ধবলী শাঙলি চরে মাঠে।।
কানাই বসিয়া বাটে, রূপ দেখি প্রাণ ফাটে, আজ মোর কি হয় না জানি।
চল সখি ঘরে যাই, কদম্ব-তলে সে কানাই, প্রাণ ফাটে তার বাঁশী শুনি।।
অধীন রাজার বাণী শুন রাধা সুবদনী, বন্ধুয়া না দিব তোমা ছাড়ি’।
চতুরালী দূরে যাবে, পশরা ভাঙ্গিা খাবে, বলে ছলে লৈব ঘট কাড়ি’।।
দেখিয়া মথুরা-পতি স্থির নহে তোর মতি, এই বাটে কেন আইলা পুনি।
তুই যে অবলা নারী, কানাই প্রাণের বৈরী এইভাবে হারাইবে পরাণী।।