সখি!আজু কি শুনায়লি রে?
পাঁজর জরজর অন্তর কাতর
তাসহ কঠিন পিরিতি রে।
একে কুলবতী করি বিড়ম্বিলা বিধি।
আর তাহে দিল হেন পিরিতের ব্যাধি।।
কি হল কি হল সই কিবা সে করিনু।
কানুর কথায় কেন শেজ বিছাইনু।।
শয়নে স্বপনে মনে নাহি জানি আন।
সে নব নাগর বিনে কাঁদয়ে পরাণ।।
কত না সহিব আর হিয়ার পোড়নি।
কহিতে নাহিক ঠাঞি ছার পরাধিনি।।
যার লাগি যেবা জন জ্ঞাতিকুল তেজে।
বলরাম বলে তার কি করিবে লাজে।।