সখাগণ সঙ্গে রঙ্গে নন্দ-নন্দন
ভোজন করু দোন ভাই
রোহিণি দেবি করত পরিবেশন
রসবতি দেওত বাঢ়াই।।
কনক থারি ভরিপূর।
বিবিধ মিঠাই নবনি দধি শাকর
অন্ন ব্যঞ্জন সুমধুর ।।
ভোজন কেলি কহনে নাহি যায়ত
কো করু আনন্দ -ওর।
ভোজন সারি শয়ন করু পালঙ্কে
সুখময় নন্দকিশোর।।
যো কিছু শেষে রহুল থারিপর
ভোজন কয়লহি গোরি।
গোবিন্দদাস ঝারি লেই ঠাড়হি
চামর ঢুলাওত থোরি।।