সকল দেব-ধর্ম আমার বেষ্টামী। ইষ্ট ছাড়া কষ্ট নাই মোর ঐটে ছাড়া নষ্টামী।।
আজ কেমন সুখ ভাত রাঁধ জল আনা তাই কেন কেউ করে দেখ না,
দুটো মুখের কথায় মোল্লা দিয়ে ইষ্ট গোঁসাইর কষ্টামী।।
বোষ্টমী মোর শীতকালের খেঁতা তখন ইষ্ট গোসাই রয় কোথা।
কোন্‌ কালে পরকাল হবে তাইতে ভজব গোস্বামী।।
বোষ্টমীর গুণ বিষ্ণু জানে ভাই, আর জানি মুঁই চিতেরাম গোঁসাই।
লালন কয়, বোষ্টমী রতন হেঁসেলেরো শালগ্রামী।।