সকলের সার হয়ে বৈষ্ণব গোঁসাই।
ভবনিধি তরাইতে আর কেহ নাই।।
যাহারে করেন কৃপা বৈষ্ণব গোঁসাই।
শ্রীকৃষ্ণের কৃপা পায়ে ইথে অন্য নাই।।
এমন বৈষ্ণব পদ যেই নাহি ভজে।
জপতপ কৈলে সেহো নরকেতে মজে।।
এমন বৈষ্ণব সদা কৃপা কর মোরে।
নরোত্তম কহে মোরে তার’ ভবঘোরে।।