সই হেরনা দেখহসিয়া।
আমার নাগর রসের সাগর
করেতে মুরলী লয়া।।
ঐ যায় কানু রাম বাম পাশে
সুবলের কর ধরি।
রাই সুনাগরী মরম সখীরে
দেখান অঙ্গুলি ঠারি।।
বিনোদ চূড়াটি ঝলমল করে
বেড়িয়া কুসুমদাম।
তার মাঝে মাঝে মুকুতা দু’সারি
সাজে অতি অনুপাম।।
ময়ূর শিখণ্ড বিনি বায়ে হেদে
হেলন দোলন করে।
তা দেখে মো মেন নয়ন চকোর
পিতে চাহে সুধাকরে।।
কিবা ভুরু দুই নয়ান নাচনি
কটাক্ষ ভঙ্গিমে চায়।
চপল পরাণে স্থির নাহি মানে
সদা মন আছে তায়।।
চণ্ডীদাস হেরি মোহিত হইল
নটবর বেশ দেখি।
হেন মনে করি রূপের মাধুরী
সদাই দেখিয়া থাকি।।