সই সে কোন বিনোদ রায়।
সে রূপ দেখিয়া যুবতি উমতি
মদন মুরুছা পায়।।
বঙ্কিম চাহনি ঈষৎ হাসনি
সুধা রস সরোবরে।
ভালে সে কামিনী দিবস রজনী
ঝুরিয়া ঝুরিয়া মরে।।
অধরে মুরলী সুতান সুমেলি
কিবা সে মধুর বায়।
মৃগ পাখী যত শুনি মুরছিত
শিলা গলি গলি যায়।।
যখনি দেখিলুঁ তখনি ভুলিলুঁ
তোহে কহিলুঁ মরম।
এ তিন জগতে কুলবতী সতী
মজিল কুলধরম।।