সই, সহজ মানুষ নিত্যের দেশে।
মনের ভিতরে কেমনে আইসে।।
ব্যাসের আচার করিবে যেই।
বিরজা উপরে যাইবে সেই।।
রাগতত্ত্ব লইয়া যে জন ভজে।
সেই সে তাহার সন্ধান খুঁজে।।
সহজ ভজন বিষম হয়।
অনুগত বিনা কেহ না পায়।।
চণ্ডীদাস বলে এ সার কথা।
বুঝিলে পাইবে মরম-ব্যথা।।