সই, রহিতে নারিনু ঘরে।
নিরবধি বলে কানু-কলঙ্কিনী
এ কথা কহিব কারে।।
ঘরে গুরুজনে যত আছে মনে
কালার কলঙ্ক সারা।
বিরলে বসিয়া সেখানে বসিয়া
নয়নে গলয়ে ধারা।।
কি করিব বল ইহার উপায়
শুন গো মরম-সখি।
এ পাপ-পরাণ সদাই চঞ্চল
ঘরে স্থির নাহি থাকি।।
বিষ ভেল গৃহ ভোজন না রুচে
ঘুম নাহিক হয়।
শ্যাম-পরসঙ্গ বিনে নাহি ভায়
শ্রবণ তা পান রয়।।
গৃহকাজে চিত না রয় বেকত
কালার ভাবনা গাঢ়া।
চণ্ডীদাসে বলে কালার পীরিতি
সকলি হইবে ছাড়া।।