সই, মরিব গরল খেয়ে।
কানুর পীরিতি বিষম বেয়াধি
আমারে বেরল গিয়ে।।
কত না সহিব অবলা পরাণে
কুবচনে ভাজা দেহ।
মনের বেদনা বুঝে কোন্‌ জনা
আন কি বুঝিবে কেহ।।
হেন মনে করি বিষ খেয়ে মরি
দূরে যাউ যত দুখ।
অখলা রমণী কুলের কামিনী
সবার হউক সুখ।।
কত না সহিব সেই কুবচন
সহিতে হইনু কালী।
হেন মনে করি এ ঘর করণে
দিব সে আনল জ্বালি।।
চণ্ডীদাসে বলে এমন পীরিতি
বিষম প্রেমের লেহা।
পীরিতি আরতি যার উপজিল
তার কি আছয়ে দেহা।।