সই,মনে মোর এই ভয় উঠে।
শ্যাম-বঁধুর পীরিতিখানি তিলে পাছে ছুটে।।
গড়ন ভাঙ্গিতে সই আছে কত জন।
ভাঙ্গিলে গড়িতে পারে সে বড় সুজন।।
এমন বঁধুরে মোর যে জন ভাঙ্গাবে।
অবলা রাধার বধ তাহারে লাগিবে।।
চণ্ডীদাস বলে রাধে ভাবিছ অনেক।
তোমার পীরিতি বিনে না জীবে তিলেক।।